ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নাস্তিক্যবাদীদের আর মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ নেই। মাদ্রাসা থেকে শিক্ষিত আলেমরাই একদিন দেশের নেতৃত্বে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বুধবার রাতে ছারছিনা দরবার শরীফে এক ওয়াজ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মরহুম পীর মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহর ইসালে সওয়াব ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়।
খালিদ হোসেন বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা এখন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। এ দেশ থেকে দুর্নীতি ও ঘুষ বন্ধ হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে, যদি সবাই কোরআন ও ইসলামের আলোকে জীবনযাপন শুরু করে।
তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান প্রশাসনের লক্ষ্য ক্ষমতা উপভোগ নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটি সুগম পথ তৈরি করা।
ধর্ম উপদেষ্টা দেশকে দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।