নিউজনেস্ট

পেপ গার্দিওলার নতুন চুক্তি, ম্যানসিটিতে আরও দুই বছর

ম্যানসিটির সঙ্গে পেপ গার্দিওলার চুক্তি নবায়ন। ছবি: ফেসবুক
ম্যানসিটির সঙ্গে পেপ গার্দিওলার চুক্তি নবায়ন। ছবি: ফেসবুক

ম্যানচেস্টার সিটির সবচেয়ে সফল কোচ পেপ গার্দিওলা তার বর্তমান চুক্তি আরও দুই বছরের জন্য নবায়ন করেছেন। এই চুক্তির ফলে ২০২৬ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে তার সম্পর্ক অব্যাহত থাকবে। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া গার্দিওলা ইতোমধ্যেই ক্লাবটির হয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার অধীনে ম্যানসিটি জিতেছে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি এফএ কাপ এবং চারটি লীগ কাপ।

গার্দিওলা বলেন, “আমি খুব খুশি যে আরও দুই বছর ম্যানচেস্টার সিটিতে থাকতে পারব। এই ক্লাবে যোগ দেওয়ার পর শুরু থেকেই আমি বিশেষ কিছু অনুভব করেছি। ক্লাবের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের জন্য তাদের উচ্চাকাঙ্ক্ষা আমাকে আরও উৎসাহী করেছে।”

চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারক বলেন, “গার্দিওলা এই ক্লাবের সাফল্য এবং অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে আমরা অনন্য এক ফুটবল দর্শন তৈরি করতে পেরেছি। আরও অনেক সাফল্যের গল্প লেখার সুযোগ এখনও আমাদের সামনে রয়েছে।”

গার্দিওলার কোচিংয়ে ম্যানচেস্টার সিটি ফুটবলবিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাবে পরিণত হয়েছে। যদিও চ্যাম্পিয়ন্স লিগ জয় ক্লাবটির অধরা স্বপ্ন, ২০২১ সালে তিনি ক্লাবটিকে প্রথমবারের মতো ফাইনালে নিয়ে যান। কিন্তু সেবার আর জয়ের দেখা পাওয়া হয়নি ক্লাবটির। শেষমেশ ২০২৩ সালে ইন্টার মিলানকে হারিয়ে সেই অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় ম্যানসিটি।

এই চুক্তি ম্যানসিটির ভক্তদের জন্য একটি বড় সুখবর। কারণ গার্দিওলার নেতৃত্বে ক্লাবটি নতুন উচ্চতায় পৌঁছানোর প্রত্যাশা রাখছে। ক্লাবের স্থায়িত্ব এবং উন্নতিতে তার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

সূত্র: ম্যানচেস্টার সিটির ওয়েবসাইট

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত