নিউজনেস্ট

ভোমরা বন্দর দিয়ে ৮ দিনে ৬,৫২০ টন ভারতীয় চাল আমদানি

ভারত থেকে এলো ১০০ টন আতপ চাল
ভারত থেকে এলো ১০০ টন আতপ চাল। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৮ দিনে ৬,৫২০.২১ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক-কর প্রত্যাহার করার পর চাল আমদানি শুরু হয়।

ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, ১২টি অনুমোদিত আমদানিকারক প্রতিষ্ঠান চাল আমদানি করছে। এর মধ্যে ঢাকার মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল ১৮৬১.৪৭ টন চাল আমদানি করেছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানও উল্লেখযোগ্য পরিমাণ চাল আমদানি করেছে।

২০২৩ সালের জুলাইয়ে ভারতের চাল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর, ভোমরা বন্দর দিয়ে আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এতে খাদ্য সংকট মোকাবেলায় সাহায্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত