নিউজনেস্ট

ইসরায়েলের ইউনিট ৮২০০: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকটে

ইসরায়েলের ইউনিট ৮২০০: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকটে
ইসরায়েলের ইউনিট ৮২০০: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকটে। ছবি : আল জাজিরা

ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০ বর্তমানে এমন এক সংকটে পড়েছে, যা এর ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, এই সংকট ২০২৩ সালের ৭ অক্টোবর ঘটে যাওয়া ‘তুফানুল আকসা’ নামে পরিচিত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের আকস্মিক হামলার ব্যর্থতার প্রতিফলন।

সাবেক তিনজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার মতে, ইউনিটটির বর্তমান সদস্যরা মৌলিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় দক্ষতার অভাবে ভুগছে। এর ফলশ্রুতিতে ভবিষ্যতেও একই ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।

নতুন নেতৃত্বেও সমাধান অনিশ্চিত

সম্প্রতি ইউনিট ৮২০০-এর নতুন কমান্ডার হিসেবে উরি স্টাফকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সাবেক কর্মকর্তারা মনে করছেন, এটি পরিস্থিতি উত্তরণে যথেষ্ট নয়। তারা বলেছেন, উরি স্টাফ পূর্ববর্তী কমান্ডার ইয়োসি শারিয়েলের সময়ে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সেই সময়ের ব্যর্থতার সঙ্গেও তিনি প্রত্যক্ষভাবে যুক্ত।

একজন সাবেক কর্মকর্তা মন্তব্য করেন, ‘উরি স্টাফ ইউনিটের আগের কমান্ডারকে প্রভাবিত করতে ব্যর্থ হন এবং যে বোকামি এই বিপর্যয়ের কারণ হয়েছিল, তা ঠেকাতে পারেননি।’

গোয়েন্দা দক্ষতার ঘাটতি

প্রতিবেদন অনুযায়ী, ইউনিটের গোয়েন্দা কার্যক্রম পুনরুজ্জীবিত করতে একজন অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তাকে ডেপুটি কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া জরুরি। সাবেক কর্মকর্তারা মনে করেন, ইউনিটটিকে প্রায় শূন্য থেকে পুনর্গঠন করতে হবে।

তারা প্রস্তাব দেন, অভিজ্ঞ রিজার্ভ সেনাদের নিয়ে একটি পরামর্শদাতা দল গঠন করা যেতে পারে। এই দলটি কমান্ডার, ডেপুটি কমান্ডার এবং গোয়েন্দা কেন্দ্রের প্রধানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তাদের লক্ষ্য হবে ইউনিটের পুনর্গঠনের মাধ্যমে কার্যকারিতা পুনরুদ্ধার করা।

অতীতের ব্যর্থতা ও পদত্যাগ

গত সেপ্টেম্বরে, ইউনিটের তৎকালীন কমান্ডার ইয়োসি শারিয়েল তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ৭ অক্টোবরের হামলা এবং পূর্ববর্তী গোয়েন্দা ব্যর্থতার দায় তিনি স্বীকার করেন। একটি চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘৭ অক্টোবর আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। প্রাথমিক তদন্ত শেষে আমি নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দিচ্ছি।’

ইউনিট ৮২০০: ইসরায়েলের গোয়েন্দা শক্তির মেরুদণ্ড

ইউনিট ৮২০০ ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ইউনিট। এর মূল দায়িত্ব তথ্য সংগ্রহ, ডেটা বিশ্লেষণ, এবং প্রয়োজনীয় সংস্থাগুলোর কাছে তথ্য সরবরাহ করা। প্রায়ই এটি সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে কাজ করে।

কিন্তু বর্তমান সংকট ইউনিটটির দক্ষতা ও কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এ অবস্থায় এটি পুনর্গঠন ও নতুন নেতৃত্বের কার্যকর পদক্ষেপের ওপর নির্ভর করছে ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত