রাজধানীর ফার্মগেটে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় আগুন লেগেছে। আজ শনিবার ২৩ই নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয় মানসি প্লাজার বেজমেন্ট থেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন বড় ধরনের না হলেও ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে, এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ এখনও জানা যায়নি।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link