নিউজনেস্ট

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরী : পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরী : পররাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যমতের প্রয়োজনীয়তা রয়েছে এবং তাদের নিরাপদ ও সুরক্ষিত ফেরত পাঠাতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজ শনিবার ২৩শে নভেম্বর রাজধানীর ইস্কাটনে অবস্থিত বি আই আই এস এস মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে এক জাতীয় আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে পাঠানোর পূর্বে তাদের মৌলিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি।

এছাড়াও, চীন ও ভারতসহ অন্যান্য দেশগুলোকে এই ইস্যুতে সমর্থন অর্জন করতে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যু বর্তমানে ভূরাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থায় এর নেগেটিভ প্রভাব পড়ছে। তিনি রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধান দেয়ার ওপর জোর দেন, পাশাপাশি তাদের শিক্ষা, চিকিৎসা এবং আয় সৃষ্টির ব্যবস্থা করার প্রয়োজনীয়তা জানান।

এছাড়া, আলোচনায় উপস্থিত বক্তারা রোহিঙ্গা সংকটের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন এবং এর স্থায়ী সমাধানের লক্ষ্যে বিভিন্ন কৌশল গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত