নিউজনেস্ট

ফারাক্কা ইস্যুতে শক্ত অবস্থানে থাকবে সরকার: অর্থ উপদেষ্টা

ফারাক্কা ইস্যুতে শক্ত অবস্থানে থাকবে সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ফারাক্কা ব্যারেজ থেকে বাংলাদেশের নদীর পানি প্রত্যাহারের বিষয়টি নিয়ে সরকারের অবস্থান দৃঢ় থাকবে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আজ শনিবার ২৩শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘উজানে যৌথ নদীর পানি প্রত্যাহার: বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন।

উক্ত অনুষ্ঠানে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ফারাক্কার কারণে বাংলাদেশে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে, যা প্রতিরোধে সরকার কূটনৈতিক প্রচেষ্টা এবং নিজস্ব উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, বাংলাদেশের ন্যায্য পানি অধিকার নিশ্চিত করতে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

পাশাপাশি সেমিনারে বক্তারা বাংলাদেশ সরকারকে ফারাক্কার উজানের নদী ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্ব সহকারে উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত