নিউজনেস্ট

মাওলানা সাজ্জাদ নোমানির বিরুদ্ধে বিজেপি নেতার মামলা দায়ের

মাওলানা সাজ্জাদ নোমানি
মাওলানা সাজ্জাদ নোমানি। ছবি : সংগৃহীত

ভারতের প্রখ্যাত ইসলামি স্কলার মাওলানা সাজ্জাদ নোমানির বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ দায়ের করেছেন বিজেপির এক নেতা। অভিযোগে তিনি দাবি করেছেন, সাজ্জাদ নোমানি বিজেপি সরকারের সমর্থক মুসলিমদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানিয়ে একটি ‘ফতোয়া’ জারি করেছেন।

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী তুঘলক রোড থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, নোমানি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় এই বিতর্কিত ‘ফতোয়া’ জারি করেন।

সিদ্দিকী পুলিশকে জানিয়েছেন, একটি ভাইরাল ভিডিওতে নোমানি বলেছেন, যারা ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সমর্থন করে, তাদের এড়িয়ে চলতে হবে, শুভেচ্ছা বিনিময় করা যাবে না এবং সামাজিকভাবে সন্পূর্ণ বর্জন করতে হবে। নোমানি আরও বলেছেন, এই ধরনের ব্যক্তিদের ইসলামত্যাগী হিসেবে গণ্য করা উচিত।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত