চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শটগান থেকে ২৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগে যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ফরিদকে (৩২) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে সাতক্ষীরার কমলনগর থেকে আটক করে শনিবার চট্টগ্রামে আনা হয়।
তৌহিদুল চট্টগ্রামের সাবেক কাউন্সিলর এসরারুল হকের ঘনিষ্ঠ বলে জানা গেছে। ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর সময় তার অস্ত্রধারণের ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে তার ব্যবহৃত অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি কাজী তারেক আজিজ জানান, তৌহিদুল ১২টি মামলার আসামি, যার মধ্যে পাঁচটি হত্যা মামলা। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করার জন্য তদন্ত চলছে।