নিউজনেস্ট

গার্দিওলার শিষ্যদের লজ্জাজনক হার, টানা পাঁচ ম্যাচে পরাজিত

গতকাল ম্যাচ হারের পর এরলিং হালান্ডের প্রতিক্রিয়া। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি বনাম টটেনহ্যামের আজকের জমজমাট লড়াইয়ে জয় পেয়েছে টটেনহ্যান। জেমস ম্যাডিসনের দুই গোল তার সঙ্গে স্কোরশিটে নাম লিখিয়েছেন পেদ্রো পোরো ও ব্রেনান জনসন। যার ফলে টটেনহ্যাম ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে।

টটেনহ্যামের এই ০-৪ জয়ে পেপ গার্দিওলার ম্যানসিটির টানা পাঁচ ম্যাচে হারের ধারা অব্যাহত থাকল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের এমন বিব্রতকর পারফরম্যান্সের কারণে সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে।

নিজের ২৮তম জন্মদিনে জেমস ম্যাডিসন ম্যাচের প্রথম ২০ মিনিটে দুটি গোল করেন। কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলুর পরিকল্পনা অনুযায়ী টটেনহ্যাম ম্যানসিটির রক্ষণকে বারবার আক্রমণের চাপে ফেলতে সক্ষম হয়। ম্যাডিসনের প্রথম গোলটি আসে ডেজান কুলুসেভস্কির ক্রসে। আর দ্বিতীয় গোলটি করেন সন হিয়ুং-মিনের সঙ্গে ‘ওয়ান-টু’ পাস খেলে সিটির গোলরক্ষক এডারসনের উপর দিয়ে বল তুলে দিয়ে।

ম্যানসিটি বলের পজিশন ধরে রাখলেও কার্যকর পাস দিতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানসিটির সাবেক প্লেয়ার পেদ্রো পোরো আরেকটি দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে গোল করে ম্যানসিটির ম্যাচে ফেরার আশা প্রায় শেষ করে দেন।

ম্যাচের ৬০ মিনিটে আর্লিং হালান্ড একটি শট নেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা ক্রসবারে লাগে। কিন্তু অতিরিক্ত সময়ে ব্রেনান জনসনের গোল টটেনহ্যামের জয়কে পূর্ণতা দেয়। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের এটি সবচেয়ে বাজে সময়।

পয়েন্ট টেবিলে ম্যানসিটি এখন দ্বিতীয় স্থানে থাকলেও লিভারপুলের সাথে তাদের পয়েন্ট ব্যবধান পাঁচ। আজ সাউদাম্পটনের বিপক্ষে লিভারপুল জয়লাভ করলে তারা আট পয়েন্ট এগিয়ে যাবে। অন্যদিকে টটেনহ্যাম এই জয়ের মাধ্যমে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে এবং ম্যানসিটির চেয়ে মাত্র চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।

ম্যানসিটি এখন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে পরাজিত হয়েছে। যার মধ্যে দুটি ম্যাচই টটেনহ্যামের বিপক্ষে। টপ-ফাইভ লিগের কোনো বর্তমান চ্যাম্পিয়নের পাঁচ ম্যাচের টানা হার সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫৬ সালের মার্চ মাসে, চেলসির ক্ষেত্রে।

এটিকে পেপ গার্দিওলার অসাধারণ কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় বলা হচ্ছে। ম্যানসিটি সর্বশেষ ২০০৬ সালে স্টুয়ার্ট পিয়ার্সের অধীনে টানা ছয় ম্যাচে হেরেছিল। আগামী আট দিনের মধ্যে তারা যদি লিভারপুলের বিপক্ষেও হারে, তাহলে শিরোপার দৌড়ে টিকে থাকার আশা প্রায় শেষ হয়ে যেতে পারে।

সূত্র: ফুটমোব

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত