নিউজনেস্ট

আবারও বাড়লো স্বর্ণের দাম যা দেশের ইতিহাসে সর্বোচ্চ

এবার এক লাফে স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি ১ লাখ ৫৯ হাজার টাকা!
এবার এক লাফে স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি ১ লাখ ৫৯ হাজার টাকা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে স্বর্ণের দাম আবারও ২ হাজার ৮২৩ টাকা বেড়েছে। গত শনিবার ২৩শে নভেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা হয়েছে, যা পূর্বের তুলনায় ২ হাজার ৮২৩ টাকা বেশি। নতুন দাম রোববার থেকে কার্যকর হবে।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১৬ হাজার ৩৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৬৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত কয়েক দিনে তিন দফায় স্বর্ণের দাম ৭ হাজার ৭৫৭ টাকা বাড়ানো হয়েছে। তবে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত