নিউজনেস্ট

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার দাবি

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার দাবি। ছবি : সংগৃহীত

গতকাল শনিবার ২৩শে নভেম্বর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন এবং সব নির্বাচন একই দিনে করার প্রস্তাব উঠেছে । শনিবার, নির্বাচন ভবনে বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে কমিশন সদস্যরা এসব প্রস্তাব তুলে ধরেন।

কমিশনের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, কমিশন এখনও কোনো সুপারিশ চূড়ান্ত করেনি, তবে অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে এবং ৩১শে ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে, সব নির্বাচনই প্রত্যক্ষ ভোটে করার প্রস্তাব রয়েছে। এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি সমন্বিত আইন তৈরির কথাও ওঠে আসে।

তবে, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ জানান, স্থানীয় নির্বাচনগুলো একসাথে এবং নির্দলীয় হলে নির্বাচন কমিশনের কার্যক্রমে আরও সমন্বয় আসবে, যা নির্বাচনী সংস্কারের পথে সাহায্য করবে।

কমিশন আরও প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি নির্বাচনে হলফনামার তথ্য যাচাই-বাছাই এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে।

এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন পরবর্তীতে আলোচনা করে সব প্রস্তাবের উপর সিদ্ধান্ত নিবে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত