নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার আজ ২৪শে নভেম্বর দুপুর ১:৩০ টায় শপথ নেবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করাবেন।
গত ৫ সেপ্টেম্বর হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের পর, ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন নির্বাচন কমিশন গঠন করেন। নতুন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন, এবং অন্যান্য কমিশনাররা হলেন আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ।
নতুন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব নেবে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link