নিউজনেস্ট

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই। ছবি : সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন (৮৩) আর বেঁচে নেই। রবিবার (২৪ নভেম্বর) ভোর ৪:৩০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

সুপ্রিম কোর্টের শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, “রুহুল আমিন বাংলাদেশের আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন।”

মরহুমের জানাজা আগামী ২৬ নভেম্বর বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে, যেখানে বিচারপতি ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা অংশ নেবেন।

রুহুল আমিন ১৯৪১ সালে লক্ষীপুরে জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ও ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে হাই কোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।

আজ সুপ্রিম কোর্টে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত