লেবাননের আইন বাল এলাকায় ইসরায়েলি হামলায় এক প্যারামেডিক নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত দু’জনই প্যারামেডিক ছিলেন। বিবৃতি অনুযায়ী,একটি ইসরায়েলি ড্রোন অ্যাম্বুলেন্সকে লক্ষ করে আক্রমণ করে। প্রথম হামলার পর, ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে যাওয়া আরেকটি অ্যাম্বুলেন্সকেও অন্য আরেকটি একটি ড্রোন তাড়া করে এবং আক্রমণ চালায়।
এই হামলায় দুই প্যারামেডিক নিহত হন এবং আরও চারজন আহত হন।
এই হত্যাকাণ্ড এমন সময় ঘটলো যখন লেবানিজ কর্তৃপক্ষ ইসরায়েলকে ইচ্ছাকৃতভাবে প্যারামেডিকদের ওপর আক্রমণ চালিয়ে হত্যার অভিযোগ তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গত এক বছরে লেবাননে ইসরায়েলি বাহিনী ২২৬ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ১৯৯ জনকে আহত করেছে। এদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর।
সূত্র : আল জাজিরা