নিউজনেস্ট

আম্মানে ইসরায়েলি দূতাবাসের আশেপাশে গুলির ঘটনায় একজন নিহত

আম্মানে ইসরায়েলি দূতাবাসের আশেপাশে গুলির ঘটনায় একজন নিহত। ছবি : আল জাজিরা
আম্মানে ইসরায়েলি দূতাবাসের আশেপাশে গুলির ঘটনায় একজন নিহত। ছবি : আল জাজিরা

জর্ডানের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের আশেপাশে নিরাপত্তাবাহিনির ওপর গুলি চালানোর ঘটনায় হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন নিরাপত্তা সদস্য। আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, উক্ত ঘটনার পর জর্ডানের নিরাপত্তা বাহিনী আম্মানের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি দূতাবাসে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে।

তিনি আরও জানান, গুলির ঘটনার পর ইসরায়েলি দূতাবাসের আশেপাশে ড্রোন উড়তে দেখা গেছে।একটি জর্ডানি নির্ভরযোগ্য সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি দূতাবাসের আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দূতাবাসে যাওয়ার সব প্রবেশপথ সুরক্ষিত করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ ইসরায়েলি দূতাবাসের চারপাশে চেকপোস্ট বসিয়েছে।একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, হামলাকারীদের ধরতে পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত