নিউজনেস্ট

বাংলাদেশে আসতে পারেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার

বাংলাদেশে আসতে পারেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার
বাংলাদেশে আসতে পারেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার। ছবি : সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’-এর প্রতিবেদনে জানা গেছে, এই সফরটি ব্রিটেনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক মঞ্চে ব্রিটেনের অবস্থান দৃঢ় করবে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিস্তারিত পরিকল্পনা করছে এবং সফরের খসড়া প্রস্তুত হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা চার্লসের ক্যান্সারের চিকিৎসা শুরু হলেও, তার চিকিৎসা ভালোভাবে চলছে এবং ২০২৫ সালে সফরের জন্য প্রস্তুত হতে পারবেন বলে জানা গেছে। ২০১৯ সালে তিনি ভারত সফর করেছিলেন এবং জলবায়ু পরিবর্তন ও সামাজিক অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জি২০ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের পর, ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেন-ভারত সম্পর্ক জোরদারের লক্ষ্যে রাজপরিবারের এই সফরটি গুরুত্বপূর্ণ হতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত