বান্দরবানের রুমা উপজেলার গহীন পাহাড়ে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর তিন সন্ত্রাসী সদস্য নিহত হয়েছেন। রবিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের দেওয়া তথ্যে জানানো হয়, সেনাবাহিনী রুমা উপজেলার মুন্নমপাড়া পাহাড়ের আশেপাশের একটি জঙ্গলে কুকি চিন ন্যাশনাল আর্মির একটি গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে, এরপর দীর্ঘ বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পালানোর আগে তাদের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। বন্দুকযুদ্ধে নিহত তিন সন্ত্রাসীর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনার পর সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link