তারিখ প্রদর্শন
লোগো

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, অতীতে অনুষ্ঠিত কয়েকটি জাতীয় নির্বাচন কলঙ্কময় ছিল এবং তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনসহ কয়েকজন শপথ ভঙ্গ করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব মন্তব্য করেন।

বদিউল আলম জানান, সংলাপে অংশগ্রহণকারীরা নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দিয়েছেন। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সঠিক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি প্রয়োজন এবং নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *