রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম আলোর কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ স্বাধীন বাংলাদেশে প্রথম বারের মত টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
প্রথম আলোর এক সংবাদকর্মী জানান, কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলাকালে ধাওয়া-পাল্টা-ধাওয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। নিরাপত্তার কারণে কার্যালয়ের সব কর্মী ভেতরে অবস্থান নিয়েছেন। তিনি জানান, পরিস্থিতি বেশ ভয়ানক হয়ে উঠেছিল।
এর আগে দুপুরে, কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একদল বিক্ষোভকারী গরু জবাই কর্মসূচি পালন করেন। এ সময় তারা কালো রঙের একটি গরু জবাই করেন এবং জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় এজেন্ডা সমর্থন করছে বলে তারা মনে করেন। তাই তাদের তওবা করানোর উদ্দেশ্যে এই জিয়াফত আয়োজন করা হয়েছে। রান্না শেষে সেখানে উপস্থিত সবাইকে খাওয়ানোর পরিকল্পনাও ছিল।
এর আগে, গত ২১ ও ২২ নভেম্বর, বৃহস্পতি ও শুক্রবারও প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়। ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে বিক্ষোভকারীরা ডেইলি স্টারের সামনে জুমার নামাজ আদায় করেন এবং তাদের দাবির পক্ষে স্লোগান দেন।