নিউজনেস্ট

পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে তৃণমূলের বড় জয়

পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে তৃণমূলের বড় জয়
পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে তৃণমূলের বড় জয়। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে গত শনিবার ২৩ শে নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনের ভোটগণনায় বড় ধরনের জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ছয়টি বিধানসভার আসনে তৃণমূল বিপুল ব্যবধানে জয়ী হয়েছে, এর মধ্যে একটি আসন তারা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।

কোচবিহারের সিতাই আসনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এক লাখ ৩০ হাজার ভোটে জয়ী হয়েছেন, আর উত্তর ২৪ পরগনার হাড়োয়া আসনে তৃণমূলের শেখ রবিউল ইসলাম আইএসএফ প্রার্থীকে এক লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। নৈহাটি, মাদারিহাট, তালডাংরা ও মেদিনীপুরে তৃণমূলের প্রার্থীরা যথাক্রমে ৪৯ হাজার, ৩০ হাজার, ৩৪ হাজার ও ৩৩ হাজার ভোটে জয়ী হন।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ফল নিয়ে পোস্ট করেন এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মা-মাটি-মানুষের আশীর্বাদ আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করবে।

রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, ২০২১ এবং ২০২৪ সালে বিজেপির সঙ্গে লড়াইয়ের পর তাদের অনেক কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে বিজেপির ভোট কমে গিয়ে তৃণমূলে স্থানান্তরিত হয়েছে।

এদিকে, আগামী বিধানসভা নির্বাচনটি আরও এক বছর পর হলেও এই উপনির্বাচন রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত