নিউজনেস্ট

সাউদাম্পটনের বিপক্ষে লিভারপুলের নাটকীয় জয়, ম্যাচসেরা মোহাম্মদ সালাহ

সাউদাম্পটনের বিপক্ষে লিভারপুলের নাটকীয় জয়, ম্যাচসেরা মোহাম্মদ সালাহ
আজকের ম্যাচে গোল করার পর সালাহর উদযাপন। ছবি: ফুটমোব

আজ সেন্ট মেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনকে ২-৩ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর। প্রথমার্ধে ডমিনিক সোবোজলাইয়ের অসাধারণ গোলে লিভারপুল এগিয়ে যায়। তবে সাউদাম্পটন পাল্টা আক্রমণে দ্রুত সমতায় ফেরে।

দ্বিতীয়ার্ধে সাউদাম্পটনের হয়ে অ্যাডাম আর্মস্ট্রং একটি গোল করলে দলটি ২-১ গোলে এগিয়ে যায়। তবে শেষপর্যন্ত মোহাম্মদ সালাহর জাদুকরী পারফরম্যান্সে লিভারপুল জয় নিশ্চিত করে। সালাহ করেন দুটি গুরুত্বপূর্ণ গোল, যার মধ্যে একটি ছিল পেনাল্টিতে। নাটকীয় এই জয়ে লিভারপুল লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। পাশাপাশি শিরোপার দৌড়ে তাদের আত্মবিশ্বাসও খানিকটা বেড়েছে। লিভারপুল সমর্থকদের জন্য এটি একটি স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকবে।

ক্রীড়া ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত