নিউজনেস্ট

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় ৮০ জন নিহত

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় ৮০ জন নিহত, চুক্তি হলো যুদ্ধবিরতি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৮০ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন। আফগান সীমান্ত সংলগ্ন উপজাতীয় জেলা কুররামে তিন দিনব্যাপী চলা এই সংঘর্ষের পর বিবদমান শিয়া ও সুন্নি গোষ্ঠীগুলো সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় প্রশাসন এই চুক্তিতে মধ্যস্থতা করে।

সহিংসতার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার। শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৪০ জন নিহত হন। এরপর পাল্টা প্রতিশোধমূলক হামলার মাধ্যমে সহিংসতা আরও ভয়াবহ রূপ নেয়। স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৬ জন ছিলেন সুন্নি সম্প্রদায়ের, বাকিরা শিয়া।

বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে জমি নিয়ে কয়েক দশকের পুরনো বিরোধ এই সাম্প্রদায়িক সহিংসতার মূলে বলে জানা গেছে।

এই সহিংসতার প্রতিবাদে লাহোরসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল বের হয়েছে। বিক্ষোভকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা বন্ধে সরকারের কার্যকর ভূমিকা দাবি করেছেন।

সংঘাতপূর্ণ এলাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। হামলার ঘটনায় ব্যবহৃত রাস্তা নতুন করে চালু করা হয়েছে। তবে পুলিশি প্রহরায় এখনো সীমিত সংখ্যক গাড়ি চলাচল করছে।

স্থানীয় প্রশাসন দ্রুত সহিংসতা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত