নিউজনেস্ট

মোল্লা কলেজের সংঘর্ষে কেউ নিহত হয়নি, বক্তব্য ডিএমপির

মোল্লা কলেজের সংঘর্ষে কেউ নিহত হয়নি, বক্তব্য ডিএমপির। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি। ডিএমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ১৬ নভেম্বর ডেঙ্গুতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তার সহপাঠীরা হাসপাতাল ভাঙচুর করে। এ ঘটনায় উত্তেজনা বাড়তে থাকলে ২৪ নভেম্বর থেকে উভয় পক্ষের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ভাঙচুর ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

২৫ নভেম্বর সাত কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হয়। পুলিশ উত্তেজনা নিয়ন্ত্রণে সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে। তবে সামাজিক মাধ্যমে দুজন নিহত হয়েছে বলে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। ডিএমপি সবাইকে অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত