নিউজনেস্ট

জামায়াতের ২২ দফা প্রস্তাব নির্বাচন কমিশনে

জামায়াতের ২২ দফা প্রস্তাব নির্বাচন কমিশনে
জামায়াতের ২২ দফা প্রস্তাব নির্বাচন কমিশনে। ছবি:সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদীয় আসনভিত্তিক নির্বাচনের পরিবর্তে সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছে। দলের পক্ষ থেকে নির্বাচনী সংস্কার কমিশনে জমা দেওয়া ২২ দফা প্রস্তাবে তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, ইভিএম বাতিল এবং ভোটার তালিকা হালনাগাদের দাবি করেছে। জামায়াতের প্রস্তাবনায় উল্লেখ করা হয়, আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা উচিত।

এছাড়া, দলের প্রস্তাবনায় আরো বলা হয়, মৃত ও ভুয়া ভোটার বাদ দিয়ে হালনাগাদ ভোটার তালিকা তৈরি করা, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ রাখা এবং প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট এলাকায় ভোটারদের মধ্য থেকে মনোনয়ন প্রক্রিয়া চালু করা। নির্বাচনী প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থার প্রস্তাবও রয়েছে।

এটি জামায়াতের নির্বাচনী সংস্কারের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা আগামী নির্বাচনের স্বচ্ছতা এবং সুষ্ঠুতা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত