নিউজনেস্ট

জাতীয় ‘ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

জাতীয় ‘ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
জাতীয় ‘ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা। ছবি : সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিরসন ও আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠক শেষে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন। বৈঠকে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা দেখছি, আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে। রিকশাচালকদের আন্দোলনেও ছাত্রলীগ উসকানি দিয়েছে। তাই আমরা ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠন একমত হয়েছি, আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনে দেশের ব্যাংকগুলো খালি হয়েছে, আর তাদের এমপি-মন্ত্রীদের বিদেশে অঢেল সম্পদ জমেছে। তাদের এই সম্পদ বাজেয়াপ্ত করা না হলে দেশবিরোধী ষড়যন্ত্র চলতেই থাকবে। তাই দ্রুত এই সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।’

বৈঠকে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ, আবদুল হান্নান মাসউদ ও উমামা ফাতেমা অংশ নেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত