নিউজনেস্ট

আইপিএলের মেগা নিলাম শেষে যেমন দল গোছালো সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএলের মেগা নিলাম শেষে যেমন দল গোছালো সানরাইজার্স হায়দ্রাবাদ
আইপিএলের মেগা নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ। ছবি: বিসিসিআই

গত আসরের রানার্সআপ দল সানরাইজার্স হায়দ্রাবাদ। যদিও পুরো মৌসুমের পারফরম্যান্স বিচারে তারাই ছিলো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। কিন্তু কিং খান শাহরুখের দল কলকাতার সাথে ফাইনালে পেরে ওঠেনি হায়দ্রাবাদ। একেবারে তীরে এসে তরী ডুবেছিল।

গতবারের শোককে তাই এবার শক্তিতে পরিণত করতে চায় তারা। সে লক্ষ্যেই অংশগ্রহণ করে এবারের মেগা নিলামে। নিলাম শেষে তাদের স্কোয়াডে এখন প্লেয়ার আছে ২০ জন। তারমধ্যে ১৩ জন ভারতীয় আর ৭ জন বিদেশি।

তারা আগে থেকে ধরে রেখেছিল ৫ জন প্লেয়ারকে। হেনরিক ক্লাসেনকে ২৩ কোটি, প্যাট কামিন্সকে ১৮ কোটি, ট্র্যাভিস হেডকে ১৪ কোটি, অভিষেক শর্মাকে ১৪ কোটি এবং নীতিশ রেড্ডিকে ৬ কোটি রুপিতে ধরে রেখেছিল হায়দ্রাবাদ।

পাশাপাশি নিলামেও তারা বেশ চমৎকার কিছু সাইনিং করিয়েছে। এই যেমন, ইশান কিশানকে নিয়েছে ১১.২৫ কোটি রুপিতে। তারপর মোহাম্মদ শামিকে ১০ কোটি, হার্শাল প্যাটেলকে ৮ কোটি, অভিনব মনোহরকে ৩.২ কোটি, রাহুল চাহারকে ৩.২ কোটি, অ্যাডাম জাম্পাকে ২.৪ কোটি, সিমারজিৎ সিংকে ১.৫ কোটি, ঈশান মালিঙ্গাকে ১.২ কোটি, জয়দেব উনাদকাটকে ১ কোটি, ব্রাইডন কারসেকে ১ কোটি, কামিন্দু মেন্ডিসকে ৭৫ লাখ, জিশান আনসারিকে ৪০ লাখ, অথর্ব তাইদেকে ৩০ লাখ, শচীন বেবিকে ৩০ লাখ এবং অনিকেত ভার্মাকে ৩০ লাখ রুপি দিয়ে তারা দলে ভিড়িয়েছে। সবমিলিয়ে নিলামে তারা ১৫ জন প্লেয়ারকে সাইনিং করিয়েছে।

তাদের সম্ভাব্য দ্বাদশ হতে পারে এমন:

অভিষেক শর্মা

ট্র্যাভিস হেড

নীতিশ রেড্ডি

ইশান কিশান

হেনরিক ক্লাসেন

শচীন বেবি

অভিনব মনোহর

প্যাট কামিন্স

হার্শাল প্যাটেল

মোহাম্মদ শামি

রাহুল চাহার

অ্যাডাম জাম্পা/ব্রাইডন কার্স

ক্রীড়া ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত