নিউজনেস্ট

চিন্ময়ের মুক্তি দাবি, না হলে সীমান্তে অবরোধের ঘোষণা বিজেপির

বাংলাদেশে রপ্তানি বন্ধের হুমকি দিয়ে শুভেন্দুর কড়া হুশিয়ারি
বাংলাদেশে রপ্তানি বন্ধের হুমকি দিয়ে শুভেন্দুর কড়া হুশিয়ারি। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে হুমকি দিয়ে বলেছেন ‘তাকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ করা হবে।’ তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এ নিপীড়নেরই অংশ।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ডিবি পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে হেফাজতে নেয়। পরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধ শুরু হবে। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও করা হবে।’

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ইতোমধ্যে রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত