আইপিএল ২০২৫ মৌসুমের নিলামে রীতিমতো ভেল্কি দেখিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। সর্বমোট ৬৮.৯০ কোটি রুপি খরচ করে দলে ভিড়িয়েছে ১৯ জন প্লেয়ারকে। নিলাম শেষে তাদের স্কোয়াডে এখন প্লেয়ার আছে ২৪ জন। তারমধ্যে ১৮ জন ভারতীয় আর ৬ জন বিদেশি।
তারা আগে থেকে ধরে রেখেছিল ৫ জন প্লেয়ারকে। নিকোলাস পুরানকে ২১ কোটি, রবি বিষ্ণোইকে ১১ কোটি, মায়াঙ্ক যাদবকে ১১ কোটি, মহসিন খানকে ৪ কোটি এবং আয়ুশ বাদোনিকে ৪ কোটি রুপিতে ধরে রেখেছিল লখনৌ।
পাশাপাশি নিলামে এবারের আইপিএল মৌসুমের সবচেয়ে দামি সাইনিংও করিয়েছে তারা। ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্টকে রেকর্ড ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তাছাড়াও ডেভিড মিলারকে ৭.৫ কোটি, এইডেন মার্করামকে ২ কোটি, মিচেল মার্শকে ৩.৪ কোটি, আভেশ খানকে ৯.৭৫ কোটি, আবদুল সামাদকে ৪.২ কোটি, আরিয়ান জুয়ালকে ৩০ লাখ, আকাশ দীপকে ৮ কোটি, হিম্মত সিংকে ৩০ লাখ, এম সিদ্ধার্থকে ৭৫ লাখ, দিগ্বেশ সিংকে ৩০ লাখ, শাহবাজ আহমেদকে ১.৯ কোটি, আকাশ সিংকে ৩০ লাখ, শামার জোসেফকে ৭৫ লাখ, প্রিন্স যাদবকে ৩০ লাখ, যুবরাজ চৌধুরীকে ৩০ লাখ, রাজবর্ধন হাঙ্গারগেকারকে ৩০ লাখ, আরশিন কুলকার্নিকে ৩০ লাখ এবং ম্যাথু ব্রিটজকে ৭৫ লাখ রুপিতে কিনেছে দলটি।
তাদের সম্ভাব্য দ্বাদশ হতে পারে এমন:
এইডেন মার্করাম
মিচেল মার্শ
ঋষভ পান্ত
নিকোলাস পুরান
ডেভিড মিলার
আয়ুশ বাদোনি
আবদুল সামাদ
শাহবাজ আহমেদ
রবি বিষ্ণোই
মহসিন খান
আভেশ খান
মায়াঙ্ক যাদব
ক্রীড়া ডেস্ক
- ক্রীড়া ডেস্ক#molongui-disabled-link
- ক্রীড়া ডেস্ক#molongui-disabled-link
- ক্রীড়া ডেস্ক#molongui-disabled-link
- ক্রীড়া ডেস্ক#molongui-disabled-link