নিউজনেস্ট

চট্টগ্রাম আদালতে ইসকনের হামলা, আইনজীবীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম আদালতে ইসকনের হামলা, আইনজীবীকে কুপিয়ে হত্যা
ইসকনের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

দেশদ্রোহী মামলায় গ্রেফতারকৃত ইসকান নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর আজ চট্টগ্রাম আদালতে তোলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি করে ইসকন সদস্যরা। আদালতের আশেপাশে লোকজন জড়ো করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়। চিন্ময় কৃষ্ণকে আদালত প্রাঙ্গণে হাজির করা হলে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকিয়ে বিক্ষোভ শুরু করে উগ্র হিন্দুত্ববাদী লোকেরা।

পরে আদালতে হাজির করার পর আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ব্যাপক ভাঙচুর শুরু করে কথিত ইসকন সদস্যরা। চিন্ময়কে পুলিশ ভ্যান থেকে হাইজ্যাক করার চেষ্টায় ব্যর্থ হয়ে একপর্যায়ে সাধারণ জনতা, টুপি-দাড়িওয়ালা, আইনজীবী ও মসজিদে হামলাসহ আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় তারা।

আইন শৃঙ্খলা বাহিনীকেও লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর ছুঁড়ে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায় তাদের হাতে। গোপনে আগ্নেয়াস্ত্র রাখারও অভিযোগ পাওয়া যায়।

কিছুক্ষণ পর খবর পাওয়া যায় চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯তম ব্যাচের সাবেক ছাত্র চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য, লোহাগাড়া চুনতির এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম কোর্টবিল্ডিং সংলগ্ন মেথরপট্টি রঙ্গম টাওয়ারের পিছনে নিয়ে কুপিয়ে হত্যা করে জঙ্গি গোষ্ঠী ইসকন।

সাইফুল ইসলাম ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পরে নিহত দেহের ছবি আসে নিউজনেস্টের হাতে। সরেজমিনে গিয়ে জানা যায় হামলার পেছনে আওয়ামী লীগ নেতাদের হাত রয়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কিছু নেতা পেছন থেকে হিন্দুদের উস্কানি মাঠে নামিয়েছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

আদালত প্রাঙ্গণে হামলার সময় সাতকানিয়া ছদাহা ইউনিয়নের যুবলীগ সভাপতি আব্দুর রহিম জয়ের উপস্থিতির ছবি নিউজনেস্টের হাতে আসে।

এদিকে ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় জনতাকে জড়ো হতে আহবান জানিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবি জুবায়ের ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তুলেছেন।

বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের লোকেরা পেছন থেকে ইন্ধন দিয়ে সুক্ষ্ণভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে। ইসকনকে সন্ত্রাসী সংগঠন এবং ফ্যাসিবাদের স্টেক হোল্ডার হিশেবে নিষিদ্ধের দাবিও করেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নাহিন শিকদার
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত