গতকাল এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মিলান ৩-২ গোলে জয়লাভ করে।
ম্যাচের শুরু থেকেই এসি মিলান আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে থাকে। ম্যাচের ২১তম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিক দুর্দান্ত একটি গোল করে মিলানকে এগিয়ে নেন। তবে মাত্র তিন মিনিটের মধ্যে স্লোভানের ত্যাগান বার্সেঘিয়ান একটি দুর্দান্ত গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ছিল। স্লোভান ব্রাতিস্লাভা দ্বিতীয় গোল করে সমতা ফেরালেও রাফায়েল লেও আর ট্যামি আব্রাহামের গোলে মিলান জয়লাভ করে।
এই জয়ের ফলে এসি মিলান গ্রুপ পর্বে ‘সেরা আট’ নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। দলটির কোচ স্টেফানো পিওলি এই জয়কে ‘অসাধারণ টিমওয়ার্কের ফলাফল’ হিসেবে অভিহিত করেছেন।
এসি মিলান ভক্তদের জন্য এটি ছিল একটি স্মরণীয় রাত। যেখানে দলটি তাদের মানসিক দৃঢ়তা এবং ট্যাকটিক্যাল গভীরতা দেখিয়েছে। ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।