বার্সেলোনা গতকাল ব্রেস্টকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ একটি জয় তুলে নিয়েছে। এই ম্যাচে পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি চ্যাম্পিয়ন্স লিগে তার ১০০তম গোলের মাইলফলক অতিক্রম করেছেন।
বার্সেলোনার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে লেভানডোভস্কি তার ১২৫তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে নেমেছিলেন। মাত্র ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে তিনি ইতিহাস গড়েন। ব্রেস্ট গোলরক্ষক মার্কো বিজোটের ফাউলের শিকার হয়ে পেনাল্টি অর্জন করেন লেভানডোভস্কি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আরো আধিপত্য বিস্তার করে। ৬৬ মিনিটে দানি ওলমো দারুণ এক ড্রিবলিংয়ে ব্রেস্ট ডিফেন্সকে পরাস্ত করে গোল করেন। তার শট ব্রেস্ট গোলরক্ষকের গায়ে লেগে জালে প্রবেশ করে।
ম্যাচের অতিরিক্ত সময়ে লেভানডোভস্কি তার দ্বিতীয় গোলটি করেন। বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা ১০১।
এই জয়ের মাধ্যমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দলের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট, যা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইন্টারের চেয়ে মাত্র এক পয়েন্ট কম।