নিউজনেস্ট

আইনজীবী হত্যার অভিযোগে আটক ৩০

আইনজীবী হত্যার অভিযোগে আটক ৩০
আইনজীবী হত্যার অভিযোগে আটক ৩০। ছবি : প্রতীকি

চট্টগ্রামে সাবেক ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর এবং আইনজীবী হত্যার ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের ওপর হামলা ও আইনজীবী হত্যার ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার বিকেলে চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এ সময় প্রিজন ভ্যান আটকে রেখে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা লাঠিপেটা ও টিয়ার শেল ছোড়ে।

সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। আইনজীবীর মৃত্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন আইনজীবী ও ছাত্র-জনতা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে ইসকন নিষিদ্ধের দাবি জানান।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত