চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যসচিব সারজিস আলমকে বহনকারী প্রাইভেটকারে ট্রাক চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ২৭শে নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘হাসনাত ও সারজিসকে বহনকারী গাড়ির ওপর ট্রাক চাপা দেওয়া হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি হত্যাচেষ্টা—তা অবশ্যই তদন্ত করতে হবে।’
এদিকে, ঘটনার পর হাসনাত ও সারজিস তাদের ফেসবুকে স্ট্যাটাস দেন। তারা লিখেছেন, ‘মারতে চাও? পারবে না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। শহীদেরা কখনো মরে না।’
পশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।