বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে একই সফরে মাত্র ৩০ দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪টি পর্বত এবং ৩টি পাস সাইকেলে পাড়ি দিয়েছেন বাংলাদেশের তরুণ সাইক্লিস্ট তাম্মাত বিল খয়ের।
নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে গতকাল এই রেকর্ডটি করেন তাম্মাত। এই সফরে তিনি পাড়ি দিয়েছেন পিকে পিক (৪০০০ মি.), এভারেস্ট বেস ক্যাম্প (৫৩৬৪ মি.), চুখুং রি পিক (৫৫৪৬ মি.), কংমালা পাস (৫৫৪৫ মি.), কালা পাথর (৫৬৪৪ মি.), চোলা পাস (৫৪২০ মি.), গোকিও রি পিক (৫৩৫৭ মি.) এবং রেনজো লা পাস (৫৩৬০ মি.)। নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিলেন তিনি।
সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত আলী সিকদার, মা গৃহিণী নুরজাহান বেগম। ছয় ভাই এবং এক বোনের মধ্যে তিনি সবার ছোট।