নিউজনেস্ট

সিরিয়ায় ফের উত্তেজনা, বিদ্রোহীদের দখলে আলেপ্পো

সিরিয়ায় ফের উত্তেজনা, বিদ্রোহীদের দখলে আলেপ্পো
সিরিয়ায় ফের উত্তেজনা, বিদ্রোহীদের দখলে আলেপ্পো। ছবি : সংগৃহীত

সিরিয়ার আসাদবিরোধী সশস্ত্র জোট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, আলেপ্পোর জাহরা অঞ্চলে অবস্থিত সামরিক কলেজ ও আর্টিলারি কলেজ নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

পশ্চিম আলেপ্পোর পুরোপুরি নিয়ন্ত্রণও এখন তাদের হাতে। পাশাপাশি ইদলিব প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সারাকিবও দখল করেছে বলে তারা জানিয়েছে। সিরিয়ান সরকারী বাহিনী এবং তাদের মিত্রদের সঙ্গে তীব্র সংঘর্ষের পর এ বিজয় অর্জিত হয়েছে— বিবৃতিতে এটাও উল্লেখ ছিলো।

শুক্রবার সকালে আসাদবিরোধী সশস্ত্র জোটের অপারেশন বিভাগের মুখপাত্র মেজর হাসান আবদুল গনি ঘোষণা করেন, ৩৬ ঘণ্টার তীব্র লড়াইয়ের পর আলেপ্পোর পশ্চিমাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়া হয়েছে।

এদিকে সারাকিব শহরও নিয়ন্ত্রণে নিয়েছে তারা। সারাকিব ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর। কারণ গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক ‘এম ৪’(হালাব-লাতাকিয়া) এবং ‘এম ৫’ (হালাব-দামেস্ক) এই শহরের সাথে সংযুক্ত। সারাকিবের চারপাশে গতকালও সিরিয়ান বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। তীব্র সংঘর্ষের পর বৃহস্পতিবার এবং শুক্রবারে ১২টি এলাকা ও গ্রাম দখল করতে সক্ষম হয় বিদ্রোহী গোষ্ঠী।

শুক্রবার হালাব ও ইদলিব প্রদেশে ১৪টি গ্রাম ও পয়েন্ট দখল করেছে আসাদবিরোধী জোটটি। সারাকিব ও নায়রব শহরের চারপাশে সিরিয়ান বাহিনী এবং ইরানসমর্থিত গোষ্ঠীর সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে। এইপর্যন্ত ৭০টি এলাকা ও গ্রাম দখল করে প্রায় ৫৫০ বর্গকিলোমিটার এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

এই সংঘর্ষে সিরিয়ান বাহিনীর অনেক সৈন্য নিহত হয়েছে, অনেককেইল আটক করা হয়েছে। বিপুল পরিমাণ ভারী ও হালকা অস্ত্র ও গোলাবারুদ দখল করেছে বিদ্রোহীরা।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত