নিউজনেস্ট

সরকারি ৩ কোটি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে!

সরকারি ৩ কোটি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে!
অভিযুক্ত মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার।ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সরকারি প্রকল্পের নামে কাগজে-কলমে শতভাগ কাজ দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন তিনি। পাশাপাশি, ঘুষ বাণিজ্যের জন্য ভাড়াটে লোক নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সরকারি সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের (টিআর-কাবিখা) বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন মনিরুজ্জামান। কাজ না করেও টাকা উত্তোলন, গমের বরাদ্দ নয়ছয় এবং প্রকল্পের চেয়ারম্যানদের স্বাক্ষর নিয়ে অল্প কিছু অর্থ দিয়ে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া, টিআর ও কাবিটার বরাদ্দ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য নেওয়া প্রায় ১১ লাখ টাকার কাজও বাস্তবায়ন হয়নি।

অভিযোগ রয়েছে, তিনি ত্রাণ মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে পিআইওদের বদলি বাণিজ্য পরিচালনা করেছেন। চাকরি জীবনের প্রথমদিকে আর্থিক সচ্ছলতা না থাকলেও বর্তমানে তিনি নগরীতে তিনতলা বাড়ি, গ্রামে বহুতল ভবন, তেলের পাম্প, মাইক্রোবাস এবং একটি ওষুধের দোকানের মালিক হয়েছেন।

মনিরুজ্জামানের অধীনে অফিস পরিচালনায় অদক্ষতার অভিযোগ রয়েছে। ঢাকা থেকে সোহেল রানা নামে এক ব্যক্তিকে এনে ঘুষ বাণিজ্য পরিচালনা করার কথাও উঠে এসেছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানিয়েছেন, এ ধরনের অনিয়মের তদন্ত চলছে এবং প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার কথা বলেছেন।

পিআইও মনিরুজ্জামানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে ওঠা অনিয়মের বিষয়ে ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। সরকারি প্রকল্পের টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখা এবং ঘুষ বাণিজ্যের এসব অভিযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত