নিউজনেস্ট

চট্টগ্রামে সাইফুল হত্যার ঘটনায় মামলা, ৩১ জন আসামী

চট্টগ্রাম আদালতে ইসকনের হামলা, আইনজীবীকে কুপিয়ে হত্যা
ইসকনের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকনকর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে সাইফুলের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় এই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চন্দন কুমার ধর (চিন্ময় কৃষ্ণ দাস) নামক ইসকন নেতা রাষ্ট্রদ্রোহের মামলায় হাজির হলে আদালতের জামিন আবেদন নামঞ্জুর হয়। এ ঘটনায় ইসকনপন্থি আইনজীবীরা আদালতে অশালীন মন্তব্য করে হট্টগোল সৃষ্টি করেন এবং তাদের অনুসারীরা আদালতের বাইরে পুলিশকে বাধা দেয়। পরে তারা আদালত প্রাঙ্গণে সহিংসতা সৃষ্টি করে এবং মসজিদে হামলা চালায়।

ঘটনার দিন সাইফুল ইসলাম আলিফ আদালত থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ইসকনের লোকেরা জখম করে। ফলে তিনি গুরুতর আহত হয়ে শহিদ হন। পুলিশ জানিয়েছে, সাইফুলের হত্যার তদন্ত চলছে এবং এ ঘটনায় আরও তিনটি মামলা দায়ের হয়েছে।

আইনজীবী সাইফুল ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেছিলেন এবং পরবর্তীতে হাইকোর্টেও নিবন্ধিত ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত