ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে শনিবার (৩০ নভেম্বর) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় লাগা এই আগুনে অন্তত ২০০টি মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, আগুনে পার্কিং এলাকার একটি বড় অংশ দাউ দাউ করে জ্বলছে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফায়ার ব্রিগেড ও পুলিশ বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং রেলওয়ে পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), ও স্থানীয় পুলিশের কয়েকটি দল একসঙ্গে কাজ করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। রেলওয়ে পুলিশের কর্মকর্তা কুনওয়ার বাহাদুর সিং জানান, আগুনে বেশ কিছু সাইকেলও পুড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগই রেলওয়ের কর্মচারীদের ব্যবহৃত। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ের এক কর্মচারী জানিয়েছেন, আগুন লাগার কয়েক ঘণ্টা আগেই পার্কিং এলাকায় শর্ট সার্কিটের একটি ঘটনা ঘটে, যা মেরামত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে গভীর রাতে আগুন লেগে পুরো পার্কিং এলাকাটি পুড়ে যায়।
এই ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।