সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে তিনি উত্তরপ্রদেশের সাম্ভালে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
ভিডিওতে মাসুদ অভিযোগ করেন, মুসলিমদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব আক্রমণ চালানো হচ্ছে। তিনি বলেন, ‘ মুসলিমরা ঘরের বাইরে বের হলেও পুলিশ তাদের হত্যা করে। ঘরে থাকলেও তাদের টেনে বের করে হত্যা করে। মুসলিমরা তাহলে কী করবে?’
পুলিশের অতিরিক্ত হিংস্র শক্তি প্রয়োগের বিষয়টিও সমালোচনা করেন মাসুদ। তিনি বলেন, ‘গুলির আঘাতে মানুষের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তাদের পায়ে গুলি করতে পারতো অথবা লাঠিচার্জ করতে পারতো। কিন্তু এটা না করে তারা সরাসরি গুলি করেছে।’
ঘৃণাজীবি রাজনীতির প্রতি সতর্কবার্তা দিয়ে মাসুদ বলেন, ‘এই দেশকে ধ্বংস করবেন না। ঘৃণা থেকে ভালো কিছু আসবে না। এরকম চলতে থাকলে আমরা সবাই একদিন ঘৃণার আগুনে পুড়ে যাব।’
মাসুদ আরও অভিযোগ করেন, সহিংসতা নিয়ে প্রচারিত বক্তব্য একপেশে এবং পক্ষপাতমূলক। তিনি বলেন, ‘মিডিয়া এবং প্রশাসন শুধুমাত্র পাথর নিক্ষেপকারীদের নিয়ে আলোচনা করছে, কিন্তু মুসলিমদের ঘরবাড়ি ধ্বংসের কথা কেউ বলছে না। যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হয়, তবে তাদের গ্রেপ্তার করা হোক, কঠোর শাস্তি দেওয়া হোক, কিন্তু প্রাণঘাতী বলপ্রয়োগ করা উচিত নয়।
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘যারা সহিংসতায় অংশ নিয়েছে, তাদের পায়ে গুলি করার পরিবর্তে কেন প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হলো?’
সূত্র : মুসলিম মিরর