নিউজনেস্ট

ওয়েস্ট হ্যামের বিপক্ষে সাত গোলের ম্যাচে আর্সেনালের ‘পাগলাটে’ পারফরম্যান্স

ওয়েস্ট হ্যামের বিপক্ষে সাত গোলের ম্যাচে আর্সেনালের ‘পাগলাটে’ পারফরম্যান্স
গোল করার পর আর্সেনালের খেলোয়াড়দের উদযাপন। ছবি: ইপিএল

ওয়েস্ট হ্যামের মাঠ লন্ডন স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের এক অবিশ্বাস্য ম্যাচে আর্সেনাল ২-৫ ব্যবধানে জয় তুলে নিয়েছে। মিকেল আর্তেতার দল ম্যাচের প্রথমার্ধেই সাত গোল উপহার দিয়ে ফুটবলপ্রেমীদের হতবাক করেছে।

ম্যাচের প্রথম ৩৬ মিনিটের মধ্যেই গ্যাব্রিয়েল, ট্রসার্ড, ওডেগার্ড ও হ্যাভার্টজের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। তবে, মাত্র চার মিনিটের ব্যবধানে ওয়েস্ট হ্যাম দুইটি গোল করে খেলায় ফিরে আসে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে বুকায়ো সাকার পেনাল্টি গোলে আর্সেনাল ২-৫ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

এই ম্যাচে আর্সেনাল ইতিহাস সৃষ্টি করেছে। প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো এক ম্যাচে প্রথমার্ধেই দুইটি পেনাল্টি থেকে গোল করেছে দলটি। এছাড়া, ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৬০টি প্রিমিয়ার লিগ অ্যাওয়ে গোল করে তারা একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে।

ম্যাচ শেষে মিকেল আর্তেতা বলেন, “আমরা শুরুটা দারুণ করেছিলাম। ৩০ মিনিট দারুণ খেলেছি। কিন্তু পরের ১৫ মিনিটে কিছু ভুলের কারণে খেলাটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে, দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচটি নিয়ন্ত্রণ করতে পেরেছি।”

বুকায়ো সাকা এই ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। এই মৌসুমে ১৩ ম্যাচে ১০টি অ্যাসিস্ট করে তিনি প্রিমিয়ার লিগে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন।

ওয়েস্ট হ্যামের কোচ জুলেন লোপেতেগি ম্যাচটি স্ট্যান্ড থেকে দেখেন। তার মতে, “আমরা দুইটি গোল পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু আর্সেনাল পাঁচটি গোলের যোগ্য ছিল না। আমাদের ডিফেন্সের ভুলগুলোই ম্যাচটি কঠিন করে তুলেছে।”

এই জয়ে আর্সেনাল তাদের আক্রমণাত্মক পারফরম্যান্স অব্যাহত রেখে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই ম্যাচের মধ্য দিয়েই তারা লিগ শিরোপার রেসে ফিরলো। ভক্তরা আশা করছেন, গানাররা এই ধারাবাহিকতা ধরে রাখবে।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত