নিউজনেস্ট

কুরস্ক যুদ্ধ ফ্রন্টে ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫০ সেনা হতাহত

কুরস্ক যুদ্ধ ফ্রন্টে ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫০ সেনা হতাহত
কুরস্ক যুদ্ধ ফ্রন্টে ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫০ সেনা হতাহত। ছবি : আরটি অ্যারাবিক

কুরস্ক যুদ্ধ ফ্রন্টে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের প্রায় ২৫০ সেনা নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ সময়ে এক ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন এবং শত্রুপক্ষের বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রুশ বাহিনী কুরস্ক অঞ্চলের ১৩টি শহর ও সীমান্তবর্তী গ্রামে এবং ১৪টি ইউক্রেনীয় ব্রিগেডের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে।

এছাড়া, রুশ বাহিনীর বিমান হামলা ও কামানের গোলাবর্ষণে কুরস্ক সীমান্তবর্তী ১৭টি বসতি এবং ইউক্রেনের সুমি অঞ্চলের আরও ছয়টি এলাকায় শত্রুপক্ষের সেনা ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুরস্ক ফ্রন্টে সংঘর্ষ শুরুর পর থেকে ইউক্রেনীয় বাহিনীর মোট ৩৬,২৬০ জন সেনা, ২৩৩টি ট্যাংক, ১৫৮টি পদাতিক যুদ্ধযান, ১২২টি সাঁজোয়া কর্মী পরিবহন যান এবং ১,২০০টিরও বেশি সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত