নিউজনেস্ট

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা
এস আলম গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা করেছে জনতা ব্যাংক। আজ রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতে এই মামলা দায়ের করা হয়। এটাই এস আলম গ্রুপের বিরুদ্ধে প্রথম ঋণখেলাপি মামলা।

আদালত সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে নির্ধারিত ঋণসীমার বাইরে অতিরিক্ত ঋণ নিয়েছে। ২০১২ সালে জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে ৬৫০ কোটি টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানটি। তবে সুদ ও আসল মিলিয়ে ২০২১ সালের মধ্যে এই ঋণের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭০ কোটি ৬৫ লাখ টাকায়।

২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই ঋণ আরও বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫০ কোটি টাকায়। এতে বিভিন্ন খাতে ঋণ গ্রহণের হিসাব রয়েছে—৬১ কোটি ৪৭ লাখ টাকা পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট), ২২৩ কোটি ১৮ লাখ টাকা এলটিআর (লোন ট্রাস্ট রিসিপ্ট), এবং ২২৯ কোটি ৯৯ লাখ টাকা সিসি হাইপো ঋণ।

জনতা ব্যাংক ঋণ আদায়ে গত ২০ নভেম্বর এস আলম গ্রুপের বিভিন্ন সম্পত্তি নিলামে তোলে। নিলামের আওতায় আনা হয় ১ হাজার ৮৬০ শতাংশ জমি, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা। এই জমিগুলো চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, কোতোয়ালি, চান্দগাঁও, বাকলিয়া এবং গাজীপুরে অবস্থিত।

প্রাথমিকভাবে গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ঋণ আদায়ে এই নিলাম আহ্বান করা হয়েছে। তবে জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে এস আলম গ্রুপের অন্যান্য বন্ধকি সম্পত্তিও নিলামে তোলা হবে।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম নিশ্চিত করেছেন যে, এস আলম গ্রুপের বিরুদ্ধে দায়ের করা এই মামলা জনতা ব্যাংকের পক্ষ থেকে তাদের ঋণ আদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দেশের আর্থিক খাতে এস আলম গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ঋণখেলাপি মামলার ঘটনা বিরল। ফলে এই মামলা দেশের ব্যাংকিং খাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত