গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। হতাহতের বেশিরভাগ ঘটনাই ঘটেছে আবাসিক এলাকায় লক্ষ্যবস্তু করে চালানো বোমা হামলার কারণে।
রোববার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ‘ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রায় ১০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে তেল আল-জাতার এলাকায়। সেখানে আবু কামার স্টেশনের পাশে আল-আরাজ পরিবারের একটি বাড়ি ধ্বংস করে দেওয়া হয়। ওই বাড়িতে ৪০ জনের বেশি লোক ছিলেন।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘উত্তর গাজায় উদ্ধারকার্য চালানোর অনুমতি নেই। তাই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শত শত মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।’
এদিকে ৪২১তম দিনে উত্তর গাজার পাশাপাশি মধ্য গাজার নুসাইরাত, মাগাজি, দেইর আল-বালাহ, বেইত লাহিয়া এবং গাজা শহরেও ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েছে।
গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৩৮২ জন এবং আহতের সংখ্যা ১,০৫,১৪২ জন। খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে তারা জানিয়েছে, ‘গাজার জনগণ এখন চরম মানবিক সংকটে রয়েছে। আমরা বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ দাবি করছি।’
সূত্র : আরটি অ্যারাবিক