মাসউদ পেজেকশিয়ান সিরিয়ার চলমান সংকট নিরসনে ইসলামি দেশগুলোর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতকে ওয়াশিংটন ও তেল আবিব যেন নিজেদের স্বার্থে কাজে লাগাতে না পারে, সেজন্য ইসলামি দেশগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন।’
রোববার (১ ডিসেম্বর) ইরানের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘ইরান কখনোই যুদ্ধ ও রক্তপাত বাড়ানোর পক্ষে নয়। যারা মানবাধিকার ও শান্তির কথা বলে, তারাই প্রকৃতপক্ষে এই অঞ্চলে সংঘাত বাড়াচ্ছে, যার ফলে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে।’
পেশেকশিয়ান জোর দিয়ে বলেন, ‘আমাদের অন্য কোনো দেশের সীমান্ত নিয়ে মাথাব্যথা নেই। আমরা বিশ্বাস করি, বিবদমান দেশগুলো সংলাপের মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম। বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভুল বোঝাবুঝি দূর করাই জরুরি। এখন ইরানের অবস্থান আগের চেয়ে ভালো।’
তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো সব দেশ ইরানের ওপর ইসরায়েলের আক্রমণগুলোর নিন্দা জানিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।’ দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বিজ্ঞান, অভিজ্ঞতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের সংকটগুলো সমাধান করতে হবে, যাতে ইরানের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।’
সূত্র : আরটি অ্যারাবিক