নিউজনেস্ট

গাজায় ইসরায়েলি হামলায় শহিদ সাংবাদিকের সংখ্যা ১৯১ জনে পৌছেছে

গাজায় ইসরায়েলি হামলায় শহিদ সাংবাদিকের সংখ্যা ১৯১ জনে পৌছেছে
গাজায় ইসরায়েলি হামলায় শহিদ সাংবাদিকের সংখ্যা ১৯১ জনে পৌছেছে। ছবি : আনাদোলো এজেন্সি

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শহিদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১ জনে। শনিবার গাজার সরকারি তথ্য অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরুর পর থেকে ১৯১ জন সাংবাদিক শহিদ হয়েছেন। সর্বশেষ নিহত মমদুহ ইব্রাহিম আল-আকসা টেলিভিশনের সম্পাদক ছিলেন।’

সরকারি তথ্য অফিস ইসরায়েল কর্তৃক সাংবাদিকদের ওপর নীপিড়ন ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘ঘৃণ্য অপরাধ’ বলে অভিহিত করেছে। একইসঙ্গে তারা এ হত্যাযজ্ঞের জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ি করেছে।

তথ্য অফিস আন্তর্জাতিক সম্প্রদায়, সাংবাদিকতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোকে ইসরায়েলকে প্রতিরোধ ও বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গণহত্যা ও সাংবাদিক হত্যার এই ধারাবাহিকতা বন্ধে চাপ প্রয়োগ করার অনুরোধ করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৪৯ হাজারের বেশি ফিলিস্তিনি। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ১১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি দুর্ভিক্ষ ও মানবিক সংকটে বহু শিশু ও বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত