অ্যানফিল্ডে গতকাল অনুষ্ঠিত এক জমজমাট ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে লিভারপুল। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে।
মোহাম্মদ সালাহর অসাধারণ পারফরম্যান্সে জয়ের পথ সুগম হয় লিভারপুলের। ম্যাচের শুরুতেই সালাহ একটি দুর্দান্ত লো-ক্রসের মাধ্যমে কোডি গাকপোকে গোল করার সুযোগ করে দেন। যার ফলে লিভারপুল ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজকে ওর্তেগার ফাউল করার কারণে পেনাল্টি পায় লিভারপুল, যা থেকে সালাহ নিশ্চিত করেন দলের জয়।
লিভারপুল পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে। প্রথমার্ধে তারা দুইবার বল পোস্টে মেরেছিল। সেগুলো গোল হলে আরও বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল অলরেডদের সামনে। অপরদিকে ম্যানসিটির সেরা সুযোগটি আসে কেভিন ডি ব্রুইনার মাধ্যমে। কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন।
এই হারের ফলে পেপ গার্দিওলার দল টানা চার ম্যাচ হেরে লিগ টেবিলে পঞ্চম অবস্থানে নেমে গেছে। অন্যদিকে আর্নে স্লটের নেতৃত্বে দুরন্ত ছন্দে থাকা লিভারপুল তাদের শিরোপার দৌড়কে আরও শক্তিশালী করেছে।
ম্যানসিটির বর্তমান ফর্মের অবনতি তাদের শিরোপা ধরে রাখার স্বপ্নকে প্রশ্নবিদ্ধ করছে। যেখানে টেবিলের শীর্ষে লিভারপুল ক্রমাগত নিজেদের অবস্থান মজবুত করছে।
সূত্র: ফুটমোব