নাইজেরিয়ার নাইজার নদীতে ২ শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার ভোরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটির আরোহীদের মধ্যে ২৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে বেশ কয়েকজন এখনও নিখোঁজ।
ডুবুরিরা এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। নৌকার আরোহীদের মধ্যে বাজারের ব্যবসায়ী এবং ক্ষেতমজুর ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
নৌকাডুবির সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আরোহীদের অনেকেই লাইফ জ্যাকেট ব্যবহার করেননি। এছাড়া যাত্রী তালিকা না থাকায় উদ্ধারকাজেও জটিলতা সৃষ্টি হচ্ছে।
নাইজেরিয়ায় নৌকাডুবি নতুন ঘটনা নয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একই অঞ্চলে এক নৌকাডুবির ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল।
নদীপথে যাতায়াত নিরাপদ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ উঠলেও এমন ঘটনা বারবার ঘটছে, যা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিচ্ছে।