নিউজনেস্ট

নতুন করে মার্কিন জাহাজে হুথি বিদ্রোহীদের হামলা

নতুন করে মার্কিন জাহাজে হুথি বিদ্রোহীদের হামলা
নতুন করে মার্কিন জাহাজে হুথি বিদ্রোহীদের হামলা। ছবি : এএফপি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আরব সাগর ও অ্যাডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার ও তিনটি সরবরাহকারী জাহাজে হামলার দাবি করেছে। রবিবার এক টেলিভিশন বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ১৬টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন ব্যবহার করে তারা এ হামলা চালায়।

হুথি গোষ্ঠীর সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বিবৃতিতে বলা হয়, ‘আমাদের বাহিনী যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহকারী জাহাজ— Stena Impeccable, Maersk Saratoga এবং Liberty Grace—কে টার্গেট করে হামলা করেছে। হামলাগুলো সুনির্দিষ্ট এবং সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’ তবে ডেস্ট্রয়ারটির নাম উল্লেখ করা হয়নি।

তিনি আরও বলেন, ‘আমাদের সামরিক কার্যক্রম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক পরিসরে অব্যাহত থাকবে। গাজায় গণহত্যা বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই অভিযান চলবে।

হুথি গোষ্ঠী দাবি করেছে, গাজায় ইসরায়েলের হিংস্র যুদ্ধ এবং এতে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদেই তারা এ হামলা চালিয়েছে। এর আগেও তারা রেড সি, আরব সাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েলের জাহাজ বা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট (গ্রিনিচ সময়) পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করে আসছে। পাল্টা প্রতিক্রিয়ায় হুথি গোষ্ঠীও সময়ে সময়ে আক্রমণ চালিয়েছে। জানুয়ারিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে হুথি গোষ্ঠী ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সব ধরনের জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত