গতকাল চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টন ভিলার বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে। ম্যাচে নিকোলাস জ্যাকসন, এনজো ফার্নান্দেজ এবং কোল পামারের গোলে স্বাগতিকরা সহজেই প্রতিপক্ষকে হারায়।
প্রথমার্ধের শুরুতেই, মাত্র সপ্তম মিনিটে মার্ক কুকুরেলার ক্রস থেকে নিকোলাস জ্যাকসন গোল করে চেলসিকে এগিয়ে দেন। এটি ছিল লিগে তার অষ্টম গোল। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে এনজো ফার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের ৮৩তম মিনিটে কোল পামার গোলপোস্টের ২০-গজ দূর থেকে একটি দারুণ শটে চেলসির তৃতীয় এবং শেষ গোলটি করেন। তার এই গোলটি ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ।
এই জয়ের ফলে চেলসি বর্তমানে পয়েন্ট তালিকায় আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। তবে আলফাবেটিকাল অর্ডারের কারণে তারা আর্সেনালের পেছনে রয়েছে।
অন্যদিকে অ্যাস্টন ভিলার জন্য এটি ছিল প্রিমিয়ার লিগে টানা পঞ্চম ম্যাচে জয়ের দেখা না পাওয়ার হতাশা। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের এটি ছিল টানা অষ্টম ম্যাচে জয়হীন থাকা। ফলে তারা এখন তালিকার ১২তম স্থানে নেমে গেছে।
এই জয়ের মাধ্যমে চেলসি আর্সেনালের ওপর চাপ ধরে রেখেছে এবং শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।
সূত্র: ফুটমোব